সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিনিধি
গ্রাহক সমাবেশ ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার আটঘরিয়ায় ডাচ্‌-বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ডাচ্‌-বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান। প্রধান অতিথি ছিলেন পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন সরদার। ডাচ্‌-বাংলা ব্যাংকের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডাচ্‌-বাংলা ব্যাংকের পাবনা এরিয়া ম্যানেজার নূর-ই-আলম সরকার। নতুন কমিটি ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সালথায় বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফরিদপুর জেলা কমিটি কর্তৃক গঠনতন্ত্র মোতাবেক এবং বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নীতিমালার আলোকে কাইয়ূম মিয়াকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সোমবার বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার সভাপতি এস এম হাফিজুল ইসলাম (শেখ সুমন) ও সাধারণ সম্পাদক শরিফুল হাসান পস্নাবন এর স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেন। পুরস্কার বিতরণ ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, ছড়া ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার একাডেমি মাঠে সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য, সাবেক যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বক্তব্য রাখেন শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান। সংবর্ধনা প্রদান ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁঞা, পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা। গার্ড অব অনার ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাশিপুরে বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তের কাশিপুরে বিজিবি মহাপরিচালক ও যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অফ অনার, ও দোয়ার অনুষ্ঠিত হয়। এ সময় যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, বিজিবির সদস্যরা ও সাংবাদিক উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দ নকলা শাখা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পৌরশহরের শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ, হামদর্দ নকলা শাখার ব্যবস্থাপক রুহুল আমিন উপস্থিত ছিলেন। দিবস পালন ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন হয়েছে। মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজলর অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের বিদু্যৎসাহী সদস্য আব্দুল আউয়াল বেপারী, কলেজের প্রতিষ্ঠাতার ছেলে আতাউর রহমান খোকন সরকারসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সংবর্ধনা প্রদান ম গাইবান্ধা প্রতিনিধি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের সুলতানা কামাল ইনডোর হলরুমে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য শাহ্‌ সারোয়ার কবীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। মোড়ক উন্মোচন ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রকাশনা 'ঐতিহাসিক রামগড়' ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার রামগড় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে 'ঐতিহাসিক রামগড়'র সম্পাদক মো. নিজাম উদ্দিন লাভলু ছাড়াও থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, ছড়া ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান। বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী। সংবর্ধনা প্রদান ম লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে ৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ৩ জন শহীদ পরিবারের সদস্যের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সামসু মিয়া। টাকা ছিনতাই ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার এলাকা থেকে রেখা বেগম নামে এক নারীকে অজ্ঞান করে ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে এ ছিনতাই হয়েছে। রেখা বেগম শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা। রেখা বেগম বলেন, তিনি দাউদনগর বাজারে পূবালী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখা থেকে ১ লাখ টাকা উত্তোলন করে নেমে আসার পরে কিছুক্ষণের মধ্যে দুই ব্যক্তি এসে আমার সঙ্গে কথা বলেন। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিরা আমাকে অজ্ঞান করে ভ্যানিটি ব্যাগে থাকা ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে থানা পুলিশকে জানানো হয়েছে। সংবর্ধনা প্রদান ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মো. শাহজাহান কবির। সংবর্ধনা প্রদান ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, সাইদুর রহমান, মোবারক হোসেন মাস্টার। ফ্রি চিকিৎসাসেবা ম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেসরগাতী গ্রামের লতিফ মাস্টার ফাউন্ডেশনে মঙ্গলবার বিনামূল্যে দুস্থ অসহায়দের মধ্যে এই সেবা প্রদান করা হচ্ছে। লতিফ মাস্টার ফাউন্ডেশন ও রোটারি ক্লাব বাগেরহাট ভিশনারির উদ্যোগে গোটাপাড়া ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়ন থেকে আসা অসহায় দরিদ্র মানুষ এই সেবা গ্রহণ করেন। লতিফ মাস্টার ফাউন্ডেশনের সমাজকর্মীরা বলেন, আমাদের এই সংগঠন অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। আমরা প্রায়ই এ ধরনের সামাজিক কাজ করে থাকি, আগামীতে আরও বড় পরিসরে সমগ্র বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে এই সেবা অব্যাহত রাখার চেষ্টা করব। ঈদসামগ্রী বিতরণ ম হাবিপ্রবি প্রতিনিধি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে হাবিপ্রবি মজার স্কুল।সোমবার হাবিপ্রবি স্কুল মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় হাবিপ্রবি মজার ইস্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন- প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. মাহাবুব হোসেন। সংবর্ধনা প্রদান ম রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, সাবেক মেয়র হাজি ইসমাঈল হোসেন খোকন। ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের কাহারোলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কাহারোল উপজেলার বুলিয়া বাজার কলেজের আয়োজনে সোমবার কলেজ হলরুমে ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মোছা. নাজমা শিরীনের সভাপতিত্বে আলোচনা করেন- সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল করিম ও ভাইস চেয়ারম্যান প্রভাষক ঈদয় চন্দ্র রায়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি শিবালয়ে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলার দশচিড়া মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুদীপ ঘোষ বাসু প্রমুখ। দিবস পালিত ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। \হউপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুলস্নাহ। আলোচনা সভা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্‌ কলেজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্‌ কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মদের প্রধান অতিথি ছিলেন- প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। এ সময় বক্তব্য রাখেন- টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্‌ কলেজ সমন্বয়কারী মাহবুব উল আলম, প্রভাতী শাখার সহকারী প্রধান মোসা. সালমা আক্তার, দিবা শাখার সহকারী প্রধান মাহাবুব আলম।