মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একই সুতায় গাঁথা -মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট অফিস
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একই সুতায় গাঁথা -মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একই সুতায় গাঁথা। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারাও সে সময়ের তরুণ ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে জীবনের মায়া ত্যাগ করে এবং অনেক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন।'

মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিসিক মেয়র আরও বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সব সময় সম্মান দেখানো আমাদের কর্তব্য এবং দায়িত্ব। তাদের কাছ থেকে স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, '৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে পরাধীনতার শিকল ভেঙে আমাদের এই বাংলাদেশের জন্ম হয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি তাদের কাছে বাঙালি জাতি আজীবন কৃতজ্ঞ থাকবে।'

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীসহ কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে