গোপালপুরে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্ত এলাকা নলিন বাজারের জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার নলিন বাজারের ব্যবসায়ী এবং নলিন, শাখারিয়া ও জগৎপুরা গ্রামের নারী-পুরুষরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নলিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম খান সোমেশ, সাধারণ সম্পাদক হাতেম আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান নাসির, আওয়ামী লীগ নেতা আল শাহরিয়ার শাহাদত, মজিবর রহমান তালুকদার, রেজাউল করিম, অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, নলিন হাটের পশ্চিম পাশে যমুনা নদীর তীর ঘেঁষে সরকারের অধিগ্রহণ করা ভূমি রয়েছে- যা ইতোপূর্বে সড়ক ছিল। নদীর ভাঙনে সড়কটি বিলীন হলে নলিন হাটের ভেতর দিয়ে সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে সেই সড়কের স্থানেই ভূমি অধিগ্রহণের অপচেষ্টা করা হচ্ছে। এতে ঐতিহ্যবাহী বৃহত্তর হাটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।