টঙ্গীতে কারখানার দূষিত পানি মাছের খামারে ছেড়ে ক্ষতির অভিযোগ
প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ০০:০০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর দাড়াইল পূর্ব পাড়া পার্ক ভিউ ড্রেসেস লিমিটিড গার্মেন্টস ফ্যাক্টরীর দূষিত ময়লা পানি ইচ্ছাকৃত মাছের খামারে ছেড়ে ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ করেছেন খামার মালিক মো. মমিন মিয়া। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে দাড়াইল ঈদগাহ মাঠ সংলগ্ন পার্ক ভিউ ড্রেসেস গার্মেন্টস ফ্যাক্টরীর দূষিত ময়লা পানি ইচ্ছাকৃত মাছের খামারে ছেড়ে ফ্যাক্টরির মালিক ফারুক আহম্মেদ ও ম্যানেজিং ডাইরেক্টর ওহিদুল ইসলাম শত্রম্নতামূলক ও ইচ্ছাকৃতভাবে ফ্যাক্টরীর দূষিত ময়লা পানি মাছের খামারে ছেড়ে ক্ষতি সাধন করেন। দূষিত পানি পুকুরে যাওয়ায় প্রায় ৪-৫ লাখ টাকার মাছ মারা গেছে উলেস্নখ করে ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন থানায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, 'আমি ব্যাপারটি শুনেছি। থানায় অভিযোগ হয়েছে। তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় বিষয়টি কতটুকু অগ্রসর হয়েছে আমার জানা নেই। যেহেতু থানায় অভিযোগ হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'