কচুয়ার গোপালপুর ইউপির উপনির্বাচন আগামী ২৮ এপ্রিল
প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ০০:০০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃতু্যর কারণে এ ইউনিয়নের শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৮ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত হবে। কুচয়া উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর আগে গেল ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের দলীয় প্রতীকের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাস স্বাক্ষরিত উপনির্বাচনের তফসিল সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জানান, ইউনিয়নের শুধু চেয়ারম্যান পদে প্রার্থীরা আগামী ২৮ মার্চ ২০২৪ পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে ১০ মার্চ থেকে। আগামী ১ এপ্রিল-২০২৪ মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যথানিয়মের স্ব-স্ব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।