কয়রায় বাঘ বিধবার ঘর মেরামতের উপকরণ বিতরণ

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ০০:০০

কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় বাঘ বিধবা সাহিদা খাতুনের জরাজীর্ণ ঘর মেরামতের উপকরণ দিল সর্বজনীন মানবতার বন্ধু নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার সংগঠনের পক্ষ থেকে ঘর মেরামতের জন্য টিন, অ্যালবেস্টার, বেড়ার চাটাই ও নগদ অর্থ প্রদান করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মালেক। উপজেলার কয়রা গ্রামের বাঘ বিধবা সাহিদা খাতুন (৬০)। এক মেয়ে আর নাতনি নিয়ে ভাঙাচোরা ঘরে বাসবাস তার। তিনি জানান, 'স্বামী দাউদ আলী মোড়ল সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১৯৯৯ সালে বাঘের আক্রমণে মারা যান। দুই মেয়ের বিয়ে হলেও ছোট মেয়ের বিয়েবিচ্ছেদ হয়। বর্তমানে ভাঙাচোরা ঘরে তারা মায়ের সংসারে থাকেন।' পরবর্তী সময়ে বাঘ বিধবা সাহিদা খাতুনের দুরবস্থা নজরে আসলে তার পাশে দাঁড়ায় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাশ, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নুরুজ্জামান মলিস্নক, সহ-সভাপতি মিজানুর রহমান, তৈয়বুর রহমান, পরিচালক ওলিউলস্নাহ বাহার, সহ-পরিচালক জাহাঙ্গীর আলম ও ফারুক হেসেন, সদস্য অচিন্ত কুমার সরকার, কিরণ চন্দ্র বিশ্বাস, সুভাষ চন্দ্র দাশ, শিক্ষক আশিকুল ইসলাম, আকবার আলী, ডা. জাহিদুর রহমান প্রমুখ।