মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

যুবককে মাদক সম্রাট আখ্যা দিয়ে এলাকায় মাইকিং

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
যুবককে মাদক সম্রাট আখ্যা দিয়ে এলাকায় মাইকিং

'মাসুদ এলাকার মাদক সম্রাট। সে হিরোইনখোর ও ইয়াবা ব্যবসায়ী। তাই তার পিঠের চামড়া থাকবে না।' এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে এলাকায় মাইকিং করেছে এক যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনা ঝড়।

ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামে। মাসুদ ওই গ্রামের দক্ষিণপাড়া এনায়েতের ছেলে। মাইকিংকারী দিপু মোলস্না একই গ্রামের আমির হামজা মোলস্নার ছেলে। শনিবার সন্ধ্যায় কয়েড়া ও নলুয়া এলাকায় মাইকিং করা হয়।

মাইকিং করে দিপু মোলস্না জানান, শনিবার সন্ধ্যার পর মাসুদের বাড়ির সামনে মাদকবিরোধী গণসভার আয়োজন করা হয়েছে। অনুরোধক্রমে- নলুয়া ও কয়েড়া ঈদগাঁ মাঠের সাবেক সভাপতি খসরু মিয়া, কয়েড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল সরকার ও সমাজ সেবক তুলা শেখ।'

এমন অভিযোগের বিষয়ে জানতে মাসুদকে একাধিবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইউপি সদস্য বেল সরকার জানান, 'মাইকিং করার কারণ জানতে চাইলে দিপু কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ক্ষমা চেয়েছে দিপু।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে