'কুমার নদ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে'
প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, 'ফরিদপুরে দুটি বড় বাজারের যাবতীয় বর্জ্য ফেলা হচ্ছে কুমার নদে।
শহরের বুকে বয়ে চলা পৌরসভার ড্রেনগুলোর নিষ্কাশন মুখ এই নদীতে মিশেছে। ফরিদপুরকে বাঁচাতে হলে কুমার নদকে বাঁচাতেই হবে। কুমার নদ রক্ষায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।'
রোববার বিশ্ব পানি দিবস উপলক্ষে ফরিদপুরে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদপুরের পদ্মা, আড়িয়াল খাঁ, মধুমতী ও কুমার নদের নাব্যতা রক্ষা, অবৈধভাবে বালি উত্তোলনসহ কুমার নদের উৎসমুখে ভরাট ও নির্মাণের পর এক বছর ধরে পড়ে থাকা ১৭৬ কোটি টাকা প্রকল্প ব্যয়ে নির্মিত মদনখালী স্স্নুইসগেটটি অকার্যকর হয়ে পড়ে থাকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মনিরুল হক মনির, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন রশীদ অনিক, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরাদ হোসেন প্রমুখ।