মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

টঙ্গিবাড়ীতে সংখ্যালঘুদের মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে জমি দখলের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা -যাযাদি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের ঐতিহ্যবাহী গাঙ্গুলী বাড়ি একনাম কীর্তন সংঘ নারায়ণ ও শিবমন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রায় এক হাজার হিন্দুধর্মাবলম্বী মানববন্ধনে অংশগ্রহণ করেন। জেলা হিন্দু-বৌদ্ব-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ, সাবেক সহ- সভাপতি প্রশান্ত কুমার দুলাল মন্ডল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী, পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সম্পাদক নবীন কুমার রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন কুমার মদক, সদস্যসচিব বাসু দেব নাগ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্বীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদ্বীপ রাজবংশী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে