বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

বিশ্ব যক্ষ্ণা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
বিশ্ব যক্ষ্ণা দিবস পালিত

'হঁ্যা। আমরা যক্ষ্ণা নির্মূল করতে পারি' এই প্রতিপাদ্যে সারাদেশে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। রোববার আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জনের সম্মেলনকক্ষে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন ও অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মজিদ। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে দিবসটি পালন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটির্ যালি বের করা হয়।র্ যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা. এ ওয়াই এম রাজিউর রহমান, জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক মনসুর আলম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজা বেগম, বোদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার আব্দুলস্না আল মামুন কাওসার, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কাশেম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে