মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বাঁশের বানা তৈরি করে চলে দুইশ' পরিবার

দাম কম হওয়ায় দুশ্চিন্তায় কারিগররা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদপুরের সালথায় বাঁশের বানা তৈরিতে ব্যস্ত কারিগররা -যাযাদি

সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ধারালো দা দিয়ে বাঁশ কেটে তৈরি করা হয় কৃষকের পেঁয়াজ ঘরে রাখার বানা। এই বানা তৈরি করেই চালাতে হয় তাদের সংসার। একটি পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানরা মিলে তৈরি করেন বানা। তারপর বেপারীরা বাড়িতে এসে পাইকারি দামে কিনে নিয়ে যান। ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি ও দরগাহ গট্টি গ্রামে প্রায় ২ শতাধিক পরিবার পেঁয়াজের বানা তৈরি করে থাকেন। তারা এই কুটির শিল্পটি ধরে রেখেছেন। এ বছর বানার দাম কম হওয়ায় দুশ্চিন্তায় আছেন কারিগররা। দরগাহ গট্টির মালো পাড়ায় গিয়ে দেখা যায়, স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ে সবাই মিলে বানা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ধারালো দা হাতে টাকুর-টুকুর করে কেউ বাঁশ চেঁছে চটি বানাচ্ছেন, কেউ চটি থেকে পাতলা পাতলা করছেন। আর মহিলারা সেগুলো দিয়ে বানা তৈরি করছেন। মুখে নেই কোনো হাসি। অবিরাম কাজ করে চলেছেন। কারো দিকে চোখ ফেরানোরও সময় নেই তাদের। পরিবারের সবাই ব্যস্ত বানা তৈরিতে। দরগাহ গট্টি গ্রামের বানা তৈরির কারিগর নির্মল কুমার মালো বলেন, একটা বাঁশের দাম ৪শ' টাকা। একটা বানা তৈরির মজুরি ২শ' টাকা। একটা বাঁশ দিয়ে ৫ হাতের একটা বানা তৈরি করা যায়। পেঁয়াজ দাম কম হওয়ায় একটা বানা পাইকারি বিক্রি করছেন ৪ থেকে ৫শ' টাকার মতো। তবে পরিবারের সবাই মিলে বানা তৈরি করেন বলেই বানাপ্রতি ১-২শ' টাকা করে থাকে। আর মানুষ দিয়ে তৈরি করলে লস হতো। তিনি আরও বলেন, 'অল্প আয়ের মানুষ আমরা। আমাদের মূল পেশা পেঁয়াজের বানা তৈরির কাজ। এছাড়াও আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না। বানা তৈরি করেই কোনো মতে চলে আমাদের সংসার।' সঞ্জয় মালো নামে আরেক কারিগর বলেন, 'আমাদের বানা তৈরি করা ছাড়া তেমন কোনো কাজ নেই। তবে আমরা যারা মালো সম্প্রদায় আছি তারা বর্ষার সময় হলে জাল-দরি টেনে কোনোমতে সংসার চালাই।' সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী বলেন, এটি একটি কুটির শিল্প। সরকার বিভিন্ন সময়ে কুটির শিল্পের জন্য প্রশিক্ষণ, অর্থায়ন ও প্রণোদনার আয়োজন করে থাকে। এক্ষেত্রে এই কুটির শিল্পের সম্ভাব্যতা যাচাই করে যেরকম সহায়তা যৌক্তিক হতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে