মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

রাউজানে চলছে কম দামে মাংস-ডিম-দুধ বিক্রির কর্মসূচি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
রাউজানে চলছে কম দামে মাংস-ডিম-দুধ বিক্রির কর্মসূচি

রাউজানে পবিত্র রমজানে কম দামে গরু-মহিষের মাংস, ডিম ও দুধ বিক্রির কর্মসূচি চলছে। শনিবার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের পক্ষে পরিচালিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।

তিনি বলেন, 'এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পৃষ্টপোষকতায় পবিত্র রমজানের বিশেষ কর্মসূচিতে এসব পণ্য ভোক্তাদের কাছে বাজার মূল্যে কমে দেওয়া হচ্ছে। এখানে প্রতি কেজি মাংস বিক্রি করা হচ্ছে ৬৫০, দুধ লিটার ৭৫ ও প্রতি ডজন ডিম একশ' টাকা করে।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আলী আজগর চৌধুরী, অংশুমান বড়ুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে