মনোহরদীতে বেপরোয়া ট্রাক-ট্রলী চলাচলে হুমকির মুখে জনজীবন

প্রকাশ | ২৪ মার্চ ২০২৪, ০০:০০

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় জনবহুল স্থান, রাস্তার মোড়, বাজারের পাশ, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন রাস্তা দিয়ে প্রতিযোগিতামূলকভাবে যাতায়াত করছে মাটি ও বালুবাহী ডাম্পট্রাক এবং ট্রলি। এদের মাটি ও বালু বোঝাইয়ের নেই কোনো সুরক্ষা সরঞ্জামাদি। তাই এদের নিয়ন্ত্রণহীন যত্রতত্র চলাচলের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে তীব্র সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়তই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এলাকার জনসাধারণসহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও হাটবাজারের ব্যাবসায়ীরা ধুলাবালির জন্য শ্বাসকষ্টে ভুগছেন। এদের নেই কোনো বৈধ কাগজপত্র। সরকারি নিয়মনিতির তোয়াক্কা না করেই চলাচল করছে এসব যানবাহন। এলাকার প্রতিটা রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এদের বেপরোয়া নিয়ন্ত্রণহীন চলাচলে। এসব রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।