ডোমারে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ

প্রকাশ | ২৪ মার্চ ২০২৪, ০০:০০

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতের আঁধারে রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৭টি ইউক্যালিপটাস গাছ কেটে কাঠ ব্যবসায়ী আব্দুস সালামের কাছে বিক্রি করেন উপজেলার চিলাহাটি মুক্তিরহাট ডাঙ্গাপাড়া পূর্ব ভোগডাবুড়ী বাংলাদেশ রাইফেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিটুল, সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কারিমুল ইসলাম মিলস্নাল। এ সময় এলাকাবাসী বাধা দিতে গেলে সহকারী শিক্ষক কারিমুল ইসলাম মিলস্নাল এলাকাবাসীকে বিভিন্ন ধরনের হুমকি দেন। গাছগুলো নিয়ে আসার সময় স্থানীয় সাহার মোড় নামক এলাকায় স্থানীরা আটক করলে এক পর্যায়ে সেখানে বাগবিতন্ডার সৃষ্টি হয়। গাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। এ বিষয়ে সহকারী শিক্ষক কারিমুল ইসলাম মিলস্নাল বলেন, গাছগুলো ব্যক্তি মালিকানাধীন। ওই জমি কিনে নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পাকসি ডিভিশন এসএসএই (আইডবিস্নউ) শরিফুল আজিম জানান, বিষয়টি রাতেই অবগত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলো রেলওয়ের হয়ে থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।