মেঘনায় জাটকা ধরায় ৬ জেলের কারাদন্ড
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ | ২৪ মার্চ ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চাঁদপুরের মেঘনায় জাটকা ধরার ৬ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চাঁদপুর প্রতিনিধি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনায় জাটকা ধরার দায়ে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় ২ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- সেকুল দেওয়ান (৫০), মো. ইদ্রিস আলী দেওয়ান (৪০), মো. শাওন দেওয়ান (২৫), মো. খবির দেওয়ান (২২), মো. কুদ্দুস দেওয়ান (৩২) ও মো. বিলস্নাল হোসেন বেপারী (২০)।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলার জিনজিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন।
এ সময় মূল্য তালিকা না রাখা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে ৪টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে একজন মুদি দোকানি, ২ জন মুরগি ব্যবসায়ী ও একজন গরুর মাংসের ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।