এবার পবিত্র রমজানে ভোক্তাদের দ্রব্যমূল্যের মনিটরিংয়ে বাজারে বাজারে ফরিদপুরের সংরক্ষিত আসনের এমপি ঝর্না হাসান।
তিনি শনিবার দুপুরে শহরের চকবাজার, সরকারি তিতুমীর মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন, সৈয়দ আলী আশরাফ পিয়ার, আবু নাঈম, জাহিদ ব্যাপারি, সোহেল রেজা বিপস্নব প্রমুখ।
সংরক্ষিত এমপি পরিদর্শনের সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তারা। ঝর্ণা হাসান এমপি বলেন, বাজার পরিদর্শন করে দেখতে পেলাম বিভিন্ন পণ্যের যে দাম তা ক্রেতা সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। সবজির দাম নাগালের মধ্যে। মাংসের দাম সরকার নির্ধারিত মূল্যের কাছাকাছি রয়েছে।
তিনি আরও বলেন, তরমুজসহ বিভিন্ন ফলের দামও ক্রমক্ষমতার মধ্যে রয়েছে।
সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন সেভাবেই প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে। এ ছাড়া জেলার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এমপি বলেন, সবার সহযোগিতায় এবার রমজানে ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে সবকিছুই। স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন তারা।