বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

মাদার তেরেসা সম্মাননা পেলেন সৈয়দ আতিক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
মাদার তেরেসা সম্মাননা পেলেন সৈয়দ আতিক

শিক্ষা বিস্তারে বিশেষ অবদানসহ সফল শিক্ষা উদ্যোক্তা হিসেবে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক এবার ভারতের মাদার তেরেসা সম্মাননা অ্যাওয়ার্ড -২০২৪ এ ভূষিত হয়েছেন। ভারত-বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ সোসাইটি গত ৯ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেস ক্লাব অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ভারত ও বাংলাদেশের ২১ জন সফল ব্যক্তিকে এ মাদার তেরেসা সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। উলেস্নখ্য, সৈয়দ আতিক ইতিপূর্বে শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা 'জাতীয় শিক্ষা পদক-২০১৪' লাভ করেন। আগামী ৩০ মার্চ, শনিবার রাজধানীর উত্তরায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের যৌথ আয়োজনে এ বছর বাংলাদেশ থেকে মাদার তেরেসা সম্মাননা প্রাপ্তদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে