মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পাঁচ বছরেও শেষ হয়নি একাডেমিক ভবনের কাজ, ব্যাহত পাঠদান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
পাঁচ বছরেও শেষ হয়নি একাডেমিক ভবনের কাজ, ব্যাহত পাঠদান

দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ। আর কত বছর সময় লাগবে ভবনের নির্মাণকাজ শেষ করতে, তা জানা নেই কারো। ঠিকাদারি প্রতিষ্ঠান 'ইউটি মং কন্সট্রাকশন' দীর্ঘদিন ধরে ভবনের কাজ শেষ না করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান।

এ ব্যাপারে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার নানাভাবে যোগাযোগ ও অবগত করলেও কোনো সুফল মেলেনি। ফলে নতুন বছর শুরুর সঙ্গে শিক্ষার্থীর চাপ বেড়ে যাওয়ায় আরও বেশি ভোগান্তির আশঙ্কা করছে তারা। বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ বছর সব মিলিয়ে বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের এ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান 'ইউটি মং কন্সট্রাকশন' পায়। ২ বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও গাফিলতির কারণে দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিত বরণ বড়ুয়া জানান, 'প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে আসন সংকটে পাঠদান দিতে হিমশিম খাচ্ছি আমরা। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করলেও আজ হবে, কাল হবে বলে এখনো কোনো সুফল পাইনি আমরা।'

এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশলী প্রেসলি চাকমা জানান, 'বৈশ্বিক মন্দা সহ বিভিন্ন কারণে কাজটি পিছিয়ে গেছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রম্নত চেষ্টা করছি কাজটি সম্পূর্ণ করার জন্য।'

বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে