মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

'আইন বাস্তবায়ন না করতে পারলে দায়িত্ব ছেড়ে দেন'

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
'আইন বাস্তবায়ন না করতে পারলে দায়িত্ব ছেড়ে দেন'

'আপনারা যদি আইন বাস্তবায়ন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন, অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যান। এখানে তো আপনাদের কাজ নাই। আপনাদের কাজ হলো আইনের বাস্তবায়ন করা।' বলে মন্তব্য করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

৩ মিনিট ৬ সেকেন্ডের একটি লাইভ ভিডিওতে তিনি আরও বলেন, 'হাইকোর্টের নিষেধ অমান্য করে দুই উপজেলায় কৃষি জমিতে পুকুর খনন করে সরকারি রাস্তা নষ্ট করে মাটি বিক্রি হচ্ছে। বিভিন্ন ভাবে বড়াইগ্রাম উপজেলায় প্রায় ৯৫% বন্ধ করতে পারলেও অদৃশ্য কারনে গুরুদাসপুর উজেলায় বন্ধ করতে পারেননি। প্রতিনিয়ত তিন ফসলি কৃষি জমিগুলো নষ্ট করে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে একাধিকবার বলেও তেমন কোনো ভালো ফল পাওয়া যায়নি। তবে জনগণ যদি রুখে দাড়ায় তাহলে কিন্তু পুলিশ বাহিনী দিয়েও তাদের থামানো যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে