মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে ৫ কৃষককে অপহরণ মুক্তিপণ দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
টেকনাফে ৫ কৃষককে অপহরণ মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে স্থানীয় পাচঁ কৃষক অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলার পানখালী পাহাড়ি এলাকা থেকে তাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপরহরণকারী দুর্বৃত্তরা। অপহৃতদের মুক্তিপণে পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করেছে অস্ত্রধারীরা। অপহৃতরা হলেন- হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ডের পানখালী এলাকার ফকির মো. এর ছেলে মো. রফিক (২২) শাহাজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উলস্নাহর ছেলে শাওন (১৫), আব্দুন রহিমের ছেলে মো. নুর (১৮) ও নুরুল আমিনের ছেলে আব্দু রহমান (১৫)। স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ৫ কৃষককের অপহরণের খবরটি শুনে আমি ঘটনা স্থলে এসেছি।

অপহৃতদের উদ্ধারের বিষয়ে আমরা সবাই মিলে কাজ করছি। অপহৃতর নুরের মা খোরশিদা বেগম বলেন, আমার ছেলেকে অস্ত্রধারীরা ধরে নিয়ে গেছে। তবে কে বা কারা নিয়ে গেছে এখনো জানা যায়নি। কিন্তু একটি নম্বার থেকে কল করে ছেলের মুক্তিপণ চেয়ে ১৫ লাখ টাকা দাবি করেছে। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, অপহরণে বিষয়টি আমাকে কেউ এখনো অবহিত করেনি। এরপরও আমি খোঁজখবর নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে