চট্রগ্রাম থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি চুরি হওয়া একটি ট্রাক আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গত সোমবার নরসিংদী থেকে একটি খোলা ট্রাক ৫৭৬টি খালি সিলিন্ডার রিফিল করতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বারকুন্ডস্থ ইউনি কেন্দ্রে যায়। গাড়িটি রিফিল করার জন্য পস্ন্যান্টে সিরিয়াল দিয়ে চালক খাইরুল মিয়া (৩৪) হেলপার আশিক (১৯)কে গাড়িতে রেখে নামাজ পড়ার জন্য পার্শ্ববর্তী মসজিদে যায়। এসে দেখে গাড়িসহ হেলপার নেই। তাকে মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক বিষয়টি হাইওয়ে পুলিশকে অবগত করলে হাইওয়ে পুলিশ কুমিলস্না রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. খাইরুল আলমের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের কয়েকটি টিম।
গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল পস্নাজা এলাকা থেকে ঢাকাগামী চুরি হওয়া ট্রাকটি আটক করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায় চোরের দল। ওসি শাহীনূর ইসলাম আরও জানান, 'গাড়ির হেলপার চোর চক্রের সঙ্গে মিলে সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির টোলপস্নাজায় গাড়িটি আটক করা হয়। পরে অভিযান চালিয়ে গাড়ির হেলপার আশিককে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই।'