হাবিপ্রবিতে ফটো গ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ০০:০০

হাবিপ্রবি প্রতিনিধি
হাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি'র আলোকচিত্রী প্রদর্শনীতে কচিকাঁচা শিক্ষার্থীরা -যাযাদি
দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি'র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোকচিত্রী প্রদর্শনী আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গত ১৯ থেকে ২১ মার্চ তিন দিন সকাল ৮টা হতে রাত ৮ টা পর্যন্ত চলে এই আয়োজন। প্রদর্শনীর উদ্বোধন করেন হাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি'র সাধারণ সম্পাদক হাসিবুল আলম হৃদয়। আয়োজনের ব্যাপারে সাধারণ সম্পাদক হাসিবুল আলম হৃদয় বলেন, আমাদের এক্সিবিশনের মূল থিম হলো বসন্তে মানুষ ও প্রকৃতির পরিবর্তন। আমরা ফটোগ্রাফারদের ছবি গুলোর মাধ্যমে মানুষকে অন্য এক দৃষ্টিভঙ্গি দেখাতে চেয়েছি। প্রকৃতি, মানুষের জীবন বা দৃশ্য গুলোকে যে এভাবেও দেখা যায় সেটা তুলে ধরা আমাদের লক্ষ্য ছিল। বৃহস্পতিবার প্রদর্শনী শেষে প্রদর্শনীর নিদর্শন স্বরূপ ফটোগ্রাফার শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজক টিমের সদস্য সায়েম আবরার বলেন, হাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব অত্যন্ত সফলভাবে একটি ফটো এক্সিবিশন আয়োজন করেছে।