সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কর্মশালা অনুষ্ঠিত ম কক্সবাজার প্রতিনিধি পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি'র যৌথ আয়োজনে কক্সবাজারের কলাতলীতে সামাজিক কু-প্রথা এবং জেন্ডার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কক্সবাজারের একটি আভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ-দ্দৌজা। প্রোগ্রাম ম্যানেজার এস এম তাহেরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার রমজান আলী এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সামিউল হক চৌধুরী। এফআইভিডিবি'র টেকনিক্যাল কো অরর্ডিনেটর জেম্মা রেবিরিউ'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সাহেল আহমেদ, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কোঅর্ডিনেটর হামেদ হাসান প্রমুখ। সেলাই মেশিন বিতরণ ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীতে অসহায় ও দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার কৃষি অফিসার কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। মফিজুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রমুখ। ঈদ উপহার ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে মসজিদের ইমামদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতিবার উপজেলার গাজীরটেক ইউনিয়নে অবস্থিত বেপারী বাড়িতে এ উপহার বিতরণ করা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল হতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। চারটি ইউনিয়নের ২১৩ জন ইমামের মধ্যে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহিম, ট্রাস্টের পরিচালক মো. মোস্তফা কবির, চরভদ্রাসন উলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আর্থিক সহযোগিতা ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ে ছয়টি বসতঘর ও গৃহপালিত পশু ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার উপজেলার আলগী ইউনিয়নের বাইলাচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খুদা ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে নগদ ২৪ হাজার টাকা, আট বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বসু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের ও স্থানীয় সংবাদকর্মীরা। মতবিনিময় সভা ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফাতেমা খাতুন। বুধবার ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। জানা গেছে, পার্বতীপুর ইউএনও ফাতেমা খাতুন ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত অফিসার। তিনি কুমিলস্না জেলার অধিবাসী। আলোচনা সভা ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বীদের সিন্দুরমতি তীর্থধামে শ্রী শ্রীরাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী হিরালাল রায়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি জয়ন্ত রায়, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারু গোপাল রায়, সনাতনী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন কুমার রায় ও প্রধান সমন্বয়কারী শ্রী রতন কুমার রায়। আইনশৃঙ্খলা সভা ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমকেএম মোফাখখারুল ইসলাম, ওসি আনিছুর রহমান, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছের উদ্দিন মোলস্না, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, পলস্নী বিদু্যৎ সমিতির প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা প্রমুখ। সেলাই মেশিন বিতরণ ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর পিরোজপুরে গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হ্যাবিটাট ডেভেলপমেন্ট ট্রাস্টের (এইচডিটি) সহযোগিতায় ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ১২ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শেরে বাংলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সংস্থার সভাপতি অমিত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মোস্তফা ইখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, এইচডিটির পরিচালক মেহেদি হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান। ইফতার মাহফিল ম রংপুর প্রতিনিধি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গাইবান্ধা জেলা সমিতির আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা সমিতির সভাপতি লুবনা হক মিমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরের সহকারী পুলিশ কমিশনার জয়ন্ত কুমার সেন, মহানগর মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রওশন কবির, কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোস্তাছের বিলস্নাহ প্রমুখ। আজীবন এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকার আহ্বান জানান নবীন শিক্ষার্থী তৌকির হাসান সাকিব, সুমাইয়া মীম প্রমুখ। কর্মশালা অনুষ্ঠিত ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের কচুয়ায় ক্লাস্টার ব্যবস্থাপনায় উন্নত মৎস্য চাষ অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের অর্থায়নে এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, সিপি কর্মকর্তা পবিত্র কুমার, মৎস্য প্রকল্প কর্মকর্তা দিপংকর চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক সমির বরন পাইক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাংবাদিক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের চিংড়ি চাষিরা। টিসিবির পণ্য বিতরণ ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় ১ হাজার ১৬৩ জন টিসিবি কার্ডধারী পরিবারে এসব পণ্য বিতরণ করা হয়। ঘিলাছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তার ওয়াইমং মারমা এসব পণ্য তুলে দেন। এ সময় ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ইউপি সদস্য জয়নুল তালুকদার, উদয় মেম্বার, রাজস্থলী থানার এ এস আই শাহাদাৎ হোসেনসহ ডিলার যীষু বড়ুয়া উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠিত ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ গ্রাম উন্নয়ন কর্ম গাক'র বাস্তবায়নে শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিবগঞ্জ শাখা সংলগ্ন শিশুপার্কে এ সভা অনুষ্ঠিত হয়। গাকের উপ-পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রেইস প্রকল্প সমন্বয়কারী হাফিজার রহমান। আরও বক্তব্য রাখেন জোনাল ম্যানেজার আতাউর রহমান, শিবগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুল ওয়াহাব, মোকামতলা এরিয়া অফিস ম্যানেজার আতাহার আলী, সাংবাদিক সোহেল আক্তার মিঠুসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা। কর্মসূচি পালন ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় ও সাভার তেতুলঝোড়া, ধামসোনা, ইয়ারপুর এবং গাজীপুর সিটির বিভিন্ন ওয়ার্ডে 'ফুলকি'র ছয়টি ডে কেয়ার সেন্টারে মাসব্যাপী আলোকিত শিশু দিবস উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও এইচএন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূটি পালিত হয়। কর্মসূচিতে খেলা, গল্প বলা, ছড়া এবং ছড়া গান, ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে 'ফুলকি' দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবা যত্ন কেন্দ্রে পড়াশোনা, খাওয়া দাওয়া এবং বিনোদনের ব্যবস্থা করা হয়। কেঁচো ও রিং বিতরণ ম স্টাফ রিপোর্টার, নীলফামারী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে বৃহস্পতিবার কৃষি উপকরণ হিসেবে ২০ জন কৃষককে কেঁচো ও রিং বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশবাড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রফুলস্ন রায়, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল প্রমুখ। শহরের মানিকের মোড় এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কর্ম এলাকা নীলফামারী সদরের পৌরসভা, টুপামারী, খোকশাবাড়ি ও পলাশবাড়ী ইউনিয়নের ২০ জন কৃষককে কৃষি উপকরণ হিসেবে কেঁচো ও রিং বিতরণ করা হয়। কৃষকরা পরিবেশবান্ধব সার তৈরি করে তাদের কৃষি কাজে ব্যবহার করবে বলে বক্তারা জানান। নির্মাণ কাজ উদ্বোধন ম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার টু ক্যাম্পেরঘাট ভায়া হাসপাতাল রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ইউএসএআইডির অর্থায়নে কেয়ার বাংলাদেশর কারিগরি সহযোগিতায় মাটি ভরাট কাজের উদ্বোধন করেন বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান। এ সময় উপস্থিত ছিলেন বোগলা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আহমেদ আলী, প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান, শেখ জহিরুল হক, ইউপি সদস্য ওমর গনি, জামিল খান প্রমুখ। বেঞ্চ বিতরণ ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনটে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মজিবর রহমান মজনু। ইউএনও আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নিমগাছীর সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন প্রমুখ। মতবিনিময় সভা ম বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলায় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নাগরিক সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ওসি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া প্রমুখ। ফুলেল শুভেচ্ছা ম রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শপথ নেওয়ার পর বুধবার প্রথমবারে রায়পুরায় আগমন উপলক্ষে তাকে এভাবে বরণ করা হয়। এ সময় নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের রাজনগরে ৩ দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সামপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান মুশফিকুছ সালেহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুলস্নাহ আল আমিন প্রমুখ। সভা অনুষ্ঠিত ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, ওসি নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার। আরও বক্তব্য রাখেন শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াহিদ সারোয়ার প্রমুখ। ইফতার সামগ্রী বিতরণ ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি পীযূষ কান্তি রায়। সম্মানিত অতিথি ছিলেন সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ অধ্যক্ষ বাবুল মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন প্রমুখ।