টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের এক গৃহবধূ তার স্বামী সেনা সদস্য শাহিন আলম শাওনের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যৌতুকলোভী সেনা সদস্য স্বামীর অত্যাচার-নির্যাতনে তিনি অতিষ্ঠ। তার স্বামী শাহিন আলম শাওন পরকীয়ায় জড়িয়ে পড়ায় তার ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে কর্মস্থলেই থাকছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পরিবার বিষয়টি চট্টগ্রামের ভাটিয়ারি সেনানিবাসে জানাতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দীর্ঘ প্রায় পৌনে তিন মাস যাবৎ আদালতের গ্রেপ্তারি পরওয়ানা জারি থাকার পরও সেনা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশও তাকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
অভিযুক্ত সেনা সদস্য শাহিন আলম শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ মিথ্যা, তিনি কোনো যৌতুক চাননি এবং নির্যাতনও করেননি।