বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন দুই ভারতীয়

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন দুই ভারতীয়

কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই ভারতীয় নাগরিক হলেন- শ্রমতি কাজলি দাস (৪৭) ও তার ছেলে প্রান কুমার দাস (২৫)।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, গত ১ নভেম্বর ২০২৩ ভারতের ২৪ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রমতি কাজলি দাস ও তার ছেলে প্রান কুমার দাস ঝিনাইদাহ জেলার মহেষপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশের কাছে আটক হয়।

পরদিন পুলিশ তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের দায়ে আদালতের মাধ্যমে ঝিনাইদাহ জেলা কারাগারে পাঠায়।

অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আদালতের দন্ডিত সাজার মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তাদের ভারত ফেরত পাঠানো হয়। পতাকা বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনমোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচসহ উভয় দেশের পুলিশ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে