দুমকিতে খালে বাঁধ দেওয়ায় মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে রেকর্ডিং খালে বাঁধ দিয়ে মাছের চাষ ও বাঁধ আটকে বেড়া দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মানববন্ধনে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, 'জেলার দুমকি উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়েড়া এলাকায় তার নিজ গ্রামের বাড়ি সংলগ্ন দাঙ্গার খালে বাঁধ দিয়ে প্রতিবেশী সাইদ মৃধা ও তার সহদর রফিক মেম্বার প্রভাব খাটিয়ে মাছের ঘের করে ৬ বছর ধরে ব্যবসা চালিয়ে আসছেন। খালে স্থায়ী বাঁধ দেওয়ায় পানির প্রবাহ আটকে কৃত্রিম জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচের পানি সংকটে শত শত একর ফসলি জমির চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় খাল দখলের সংবাদ প্রকাশিত হয়েছে। একই খালের অগ্রভাগে সম্প্র্রতি আমরা আমাদের সম্পত্তি রক্ষায় বেড়া দেওয়ায় প্রতিপক্ষের খাল দখল ও মাছের ঘেরের অসুবিধা হয়েছে। এখানে আমাদের পৈতৃক সম্পত্তি ও ফসলাদি রক্ষার জন্য এবং আশপাশের অন্য কৃষকদের ফসলাদি রক্ষার জন্য খালের পাড় দিয়ে বেড়া দেওয়া হয়েছে। যা সাধারণ জনগণ ও কৃষকদের স্বার্থেই করা হয়। কিন্তু অবৈধ দখলদাররা তাদের অবৈধ খাল দখলে রেখে আমাদের সম্পত্তির ওপর দিয়ে জোড়পূর্বক জনচলাচলের রাস্তা বানানোর অপচেষ্টা বাস্তবায়ন করতেই তাদের অনুগত লোকজন নিয়ে পাতানো মানববন্ধন করে। এ ঘটনায় আমার সংশ্লিষ্টতা না থাকলেও আমাকে জড়িয়ে তারা মিথ্যে সংবাদ প্রচার করেছে। আমরা ওই অবৈধ দখলদার প্রভাবশালী চক্রটির হীন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।' এসময় পবিপ্রবি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাকের আলী (বাবুল) হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।