পলিথিনমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে পঞ্চগড়ে মতবিনিময় সভা

প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সিঙ্গেল ইউজ পস্নাস্টিক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথিরা -যাযাদি
'সিঙ্গেল ইউজ পস্নাস্টিকমুক্ত' শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করার লক্ষ্যে পঞ্চগড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের হলরুমে ওই সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুলস্নাহ আমির, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস এম শরীফ আফজাল, প্রধান শিক্ষক নাসিমুল হাসান, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, শিক্ষার্থী আফিয়া মুর্শিদা বক্তব্য দেন। সভায় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী মূল প্রবন্ধে পলিথিনের ক্ষতিকর দিক উপস্থাপন করেন। বক্তারা বলেন, যেসব পস্নাস্টিক পণ্য একবার ব্যবহার করার পর আর কোনো কাজে লাগে না সেটাই হচ্ছে সিঙ্গেল ইউজ পস্নাস্টিক, যা ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস, উৎপাদন ব্যাহত, নদী ও সমুদ্রের নাব্য হ্রাস ও মানব শরীরে ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ।