ওয়াইকেকের উদ্যোগে সাভার সিআরপিতে হাসপাতাল বেড সেটআপ প্রোগ্রাম সম্পাদন

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সামাজিক দায়বদ্ধতা থেকে ওয়াইকেকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বুধবার ঢাকার অদূরে সাভারের সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) 'হাসপাতাল বেড সেটআপ প্রোগ্রাম-২০২৪' সম্পাদন করেছে। এর মাধ্যমে প্রতিবন্ধী, পক্ষাঘাতগ্রস্ত ইত্যাদি রোগীদের হাসপাতালের সুযোগ-সুবিধার চাহিদা মেটাবে। এই কর্মসূচির আওতায় সিআরপির ১ নম্বর ওয়ার্ডে আটটি ঞযৎবব ঋঁহপঃরড়হং ঊষবপঃৎরপ ইবফং প্রদান করা হয়েছে। এ সময় ওয়াইকেকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রশাসনিক মহাব্যবস্থাপক, ঐরৎড়ুঁশর ঞধশধংযরহধ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআরপির প্রতিষ্ঠাতা মিস ঠধষবৎরব অ. ঞধুষড়ৎ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি