সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০
প্রতিনিধি
প্রশিক্ষণের উদ্বোধন
\হচাঁদপুর প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সেরা সাঁতারুদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। অনুষ্ঠানে বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাঁতার পরিষদের সভাপতি কাজী শাহাদাত প্রমুখ।
প্রথম সভা
ম হাবিপ্রবি প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের অন্যতম সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সভাকক্ষে শিক্ষক পরিষদের গত তিন মাসের আহ্বায়ক কমিটির কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। সভায় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদারের নেতৃত্বাধীন নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন গত আহ্বায়ক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান।
বারি পরিদর্শন
ম গাজীপুর প্রতিনিধি
কানাডার গেস্নাবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জিআইএফএস এর বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ইন ফুড সিকিউরিটি ড. এন্ড্রু সার্প; ড. আশুতোষ সরকার, বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, জিআইএফএস, বিএআরসি; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম; পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. ছালেহ উদ্দিন।
বসতঘরে আগুন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড কুলীনপাড়া এলাকার মো. খালেদ হক ও ডা. জেসমিন জাবের জেসির বসতঘরে মঙ্গলবার ভোর রাতে অর্থাৎ বুধবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো.আজাদুল ইসলাম বলেন, 'আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে কিংবা মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষা উপকরণ বিতরণ
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ দারুল মোস্তফা দাখিল মাদ্রাসায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার মাদ্রাসা অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন। সহসুপার শাওন মনির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সুপার মোরশেদুল আলম আলকাদেরী, শিক্ষিকা মায়মুনা লাভলি, আব্দুল মোতালেব রাজু।
সভা অনুষ্ঠিত
ম সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদস্য সচিব মো. পারভেজ আহমেদের সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপলদ্ধি'র মো. শরীফ উদ্দিন, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডিএ'র সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান।
আর্থিক সহায়তা
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পার্বতীপুর উপজেলায় গত ১২ মার্চ ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নে সোনাপুকুর বাসস্ট্যান্ড শেখপাড়া রাবেয়া মিল সংলগ্ন আটটি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার উপজেলা পরিষদের পক্ষ থেকে টাকার চেক প্রদান করা হয়। ত্রাণ সহায়তার টিন ও চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও সদ্য যোগদানকারী ইউএনও ফাতেমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও বিপুল কুমার, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন।
ফুলেল শুভেচ্ছা
ম সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (এলজিইডি) নবাগত নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার এলজিইডির অফিস কক্ষে ঠিকাদাররা এ ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামকে পাবনা আঞ্চলিক অফিসে এবং মনিরুল ইসলামকে নির্বাহী প্রকৌশলী হিসেবে সিরাজগঞ্জে বদলি করা হয়। নবাগত নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের ফুলেল শুভচ্ছো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স লিটন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. লিটন সেখ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম লিমন, ঠিকাদার মো. মিঠু, মো. মনিরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন হোসেনপুর থানা প্রশাসন। মঙ্গলবার থানা কম্পাউন্ডে থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. টুটুল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল।
বিদায় ও বরণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুরাতন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ করা হয়েছে। মঙ্গলবার পার্বতীপুর অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে পুরাতন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারকে বিদায় সংবর্ধনা ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনকে বরণ করে নেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন ও রুকশানা বারী রুকু।
দোয়া মাহফিল
ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিলস্নুর রহমানের ১১তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে নিজ জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে কোরআন খতম, দোয়া মাহফিল, স্মৃতিচারণ ও পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে মহান এ নেতার মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। বুধবার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্ট, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল।
সার বিতরণ
ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি
\হনড়াইলের কালিয়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার কালিয়া উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম ফেরদৌস (ভারপ্রাপ্ত), উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা
ম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চলমান কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা আশার আলো। আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকরপোরেটেড'র অর্থায়নে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আশার আলো'র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা শেখ ইকবাল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ।
ইফতার সামগ্রী বিতরণ
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে ইন্দুরকানীর প্রত্যন্ত চরাঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার চর সাউদখালী আশ্রায়ণ এলাকায় হেবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্টের সহায়তায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থা প্রায় ৫০টি দরিদ্র ও জেলে পরিবারের মাঝে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী বিতরণ করে। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ম্যানেজার কবির হোসেন, এইচডিটি প্রতিনিধি মশিউর রহমান, আরিফুর রহমান ও কর্মসূচি সমন্বয়কারী আলতাফ হোসেন।