উপজেলা চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করায় হুমকির অভিযোগ

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের প্রার্থিতা ঘোষণার পর থেকে হয়রানিমূলক বক্তব্য, উস্কানি, অপপ্রচার ও নানা ধরনের হুমকির অভিযোগ জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি। পৌরশহরের বিরিশিরি এলাকায় তার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি একজন আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি বিগত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দায়িত্বে থাকাকালীন জনগণের সেবায় সব সময়ই নিজেকে বিলিয়ে দিয়েছি। এরই ধারাবাহিকতায় আমি আমার দুর্গাপুর উপজেলার সব শ্রেণিপেশার মানুষের পরামর্শে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠপর্যায়ে গণসংযোগ শুরু করেছি। কিন্তু আমার প্রার্থিতা ঘোষণা দেওয়ার পর থেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, উস্কানি ও হয়রানিমূলক বক্তব্যসহ নানাবিধ হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।