বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

গত আড়াই মাসে আটঘরিয়ায় মোবাইল কোর্টে ২৪ মামলা

৭ জনকে কারাদন্ড ১৬ জনের জরিমানা
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৪, ০০:০০
গত আড়াই মাসে আটঘরিয়ায় মোবাইল কোর্টে ২৪ মামলা

চলতি বছর গত আড়াই মাসে আটঘরিয়ায় ১৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের, ১৬ জনকে ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা অর্থদন্ড এবং ৭ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে একজনকে অর্থ ও কারাদন্ড উভয় শাস্তি দেওয়া হয়।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ভেকু মেশিন দিয়ে অবৈধ মাটিকাটা ও মাটিবিক্রি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মেডিকেল ও ডেন্টাল আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ধারা এবং দন্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভিন্ন ভিন্ন দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব শাস্তি দেন।

তথ্যসূত্রে জানা গেছে, মধ্য মার্চ পর্যন্ত এসব অভিযানে ২৪টি মামলা দায়ের করা হলেও ১৬ জনকে ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৭ জনকে কারাদন্ড প্রদান করা হয়। এদের মধ্যে একজনকে অর্থ ও কারাদন্ড উভয় শাস্তি প্রদান করা হয়।

এছাড়াও গত ১১ মার্চ একটি মোবাইল কোর্টে ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে তা নিলামে বিক্রি করা হয় বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে