জাতীয় শিশু দিবসে বাজিতপুর স্বাস্থ্য কমপেস্নক্সে ৩০০তম সিজার

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সটিতে ৬০ বছর পর জাতীয় শিশু দিবসে ৩০০ তম সিজারিয়ান অপারেশনে নব জাতকের জন্ম হয়। গত ১৭ মার্চ সকাল ১০ টার দিকে কোন অপারেশন ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও শিশু দিবসে ৩০০ তম সিজারিয়ান অপারেশন নব জাতকের জন্ম হয়। গত ২০২২ সালে ২৮ এপ্রিল দীর্ঘ দিনের প্রতিক্ষার পর এক প্রসুতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে প্রথম বারের মতো কার্যক্রম চালু করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসক চাহিদা প্রয়োজনে ২০১৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যা হাসপাতালে রূপান্তর হয়। এর পর থেকে একাধিক বার উদ্যোগ নিলেও হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জমাদি, ডাক্তার ও জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়নি। গত দুই বছর আগে নতুন অপারেশন থিয়েটার ও একজন গাইনী কনসালটেন্ডের মাধ্যমে হাসপাতালে নিয়োগ দেওয়ায় অপারেশনের সুযোগ তৈরি হয়। বিনামূলে ৩০০ তম সিজারে জন্ম নেওয়া কন্যা সন্তানের মায়ের নাম শোভা আক্তার, তার স্বামীর নাম- সন্দীপ, ঠিকানা- বেতিয়ারকান্দি, কুলিয়ারচর।