রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

দুস্থদের টাকা আত্মসাৎ করায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৪, ০০:০০
দুস্থদের টাকা আত্মসাৎ করায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও দুঃস্থদের টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া চেয়ারম্যান আজমিরীগঞ্জ উপজেলার পাঁচ নম্বর শিবপাশা ইউনিয়নের নলিউর রহমান তালুকদার।

গত ১৪ মার্চ স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী মহালদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য চাল ও টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এহেন কর্মকান্ড স্থানীয় সরকার বিভাগের আইন বিরোধী।

এবিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনে তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে