রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

পঞ্চগড়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময়

পঞ্চগড় প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৪, ০০:০০
পঞ্চগড়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময়

পঞ্চগড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, সদর থানার ওসি প্রদীপ কুমার রায়, সহকারী প্রোগ্রামার শিহাব উদ্দীন ও বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক জহির হোসেন।

সভায় জানানো হয়, সরকারের যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষের এখনো স্পষ্ট ধারণা তৈরি হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের কাছে দ্রম্নত এই ধারণা পৌঁছে দিতে পারে। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্যদের সাথে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সর্বজনীন পেনশন স্কিমের প্রচারণা চালাতে পারে প্রতিষ্ঠান প্রধানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে