রাজস্থলীতে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমাকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার অভিযোগ এনে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জনসাধারণ। মঙ্গলবার উপজেলা চত্বর প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাওলানা নুরুল হক, হারাধন কর্মকার, ধনরাম কর্মকার, ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার, দীলিপ দাশ, শিমুল দাশ, নজরুল ইসলাম, নয়ন চৌধুরী, ডা. ইউসুফ আলী খান, দেবাশীষ দাস, সাজু বনিক, ডা. সুজন ঘোষ, নয়ন কান্তি দে, ধনপ্রতি দে প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, 'রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমাকে জড়িয়ে বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত উবাচ-পুচিমং বাহিনীর হাতে জিম্মি পাহাড়ি বাঙ্গালী শিরোনামে একটি প্রতিবেদন ছাপানো হয়। প্রতিবেদনটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও সাম্প্র্রদায়িক উস্কানি। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।'