বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বঙ্গবন্ধুর মু্যরাল উদ্বোধন

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে বঙ্গবন্ধুর মু্যরাল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার -যাযাদি
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যরাল উদ্বোধন করা হয়েছে। রোববার মু্যরাল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এ সময় উপাচার্য বলেন, 'বাঙালি জাতীয়তাবাদ, ৫২-র ভাষা আন্দোলন থেকে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও বিজয় গাথা, মুক্তির সংগ্রাম এবং বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে বাউবির প্রতিটি আঞ্চলিক কেন্দ্রে বঙ্গবন্ধুর মু্যরাল তৈরি করা হবে।' এ বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে একযুগে সব আঞ্চলিক কেন্দ্রে বঙ্গবন্ধুর মু্যরাল উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, বাউবি শিক্ষক সমতির সভাপতি অধ্যাপক ড. কেএম রেজানুর রহমান ও ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক রানা হামিদুর রহমান। এ সময় বাউবির বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।