বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন তিন লাখ টাকা জরিমানা

তিন জেলায় অভিযানে আরও ছয়জনের অর্থদন্ড
স্বদেশ ডেস্ক
  ২১ মার্চ ২০২৪, ০০:০০
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন তিন লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারী, নীলফামারীর সৈয়দপুর ও বাগেরহাটের ফকিরহাটে আরও ছয়জনকে জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ওমর শরীফ (৩২) নামের এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার রামগড় ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের হাতির খেদা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। একইসঙ্গে উত্তোলিত বালু ও পরিবহণের সরঞ্জামাদি জব্দ করা হয়।

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে সেখানে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পাইপসহ বালু উত্তোলনের দু'টি মেশিন, একটি এস্কেভেটর, উত্তোলিত বালু পরিবহণের জন্য বালু বোঝাই একটি ট্রাক এবং প্রায় ৫০০০ ঘনফুট সাদা বালু জব্দ করা হয়। ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ওমর শরীফ (৩২) নামে একজনকে আটক করে তিন লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলার ধলই ইউনিয়নের হাতিমাড়া এলাকায় রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কাটায় মো. আরমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

সত্যতা নিশ্চিত করে ইউএনও বলেন, রাত ২টা থেকে ৩টা পর্যন্ত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের নেতৃত্বে শহরে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, ব্যস্ততম সড়ক দখল করে ইফতারসামগ্রী বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠান মালিকের মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে শহরে অভিযানকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ে অবস্থিত শাহী হোটেল, ছামিদুল হোটেল, মোবারক স্টোর ও শাহাবুদ্দিন স্টোরের জরিমানা করা হয়। অভিযানে সৈয়দপুর থানার ওসি শাহা আলমসহ অন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে একটি ইটভাটার ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি বুধবার নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।

ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুলস্নাহ ইবনে মাসুদ আহম্মেদ জানান, উপজেলার মৌভোগ এলাকায় অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি ভাটার মালিক কর্তৃপক্ষ। খবর পেয়ে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আল-মদিনা ব্রিকস্‌ের ম্যানেজার আ. ছালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে নদের তীর থেকে সব ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এছাড়া এক মাসের মধ্যে মাটি উত্তোলিত স্থানে মাটি ভরাট করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ওই ইটভাটা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে