রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

উপশাখা উদ্বোধন

\হভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সেবা নিতে এসে সেবা না পেয়ে ও গ্রহীতারা যাতে হাসিমুখে ফিরে যায় ডাচ্‌বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন ভোলাহাটের ইউএনও মো. রাশেদুল ইসলাম। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় রাকিব পস্নাজার (২য় তল) ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি উপশাখা উদ্বোধন করা হয়। আব্দুর রাকিবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন, মোহবুলস্নাহ মহাবিদ্যালয় অধ্যক্ষ রহমত আলী ও মেডিকেল মোড়বাজার কমিটির সভাপতি আফরাজুল হক বাবু, ব্যবসায়ী আলহাজ রফিকুল ইসলাম রানা।

ওরিয়েন্টেশন সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলা পর্যায়ে কৃষি, মৎস্য ও প্রাণী দপ্তরের সেবাসমূহ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৫ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস সেমিনার কক্ষে গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের ওসমানপুর অফিসের আয়োজনে সভাপতিত্ব করেন, প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিপস্নব কুমার দে, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. আজমত আলী।

ইন হাউজ ট্রেনিং

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

'শিখব, শেখাব, সবাই মিলে এগিয়ে যাবো' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কারিকুলাম বিস্তর বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দিনব্যাপী 'ইন হাউজ ট্রেনিং' অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কুজেন্দ্র মলিস্নকা মডার্ন কলেজের আয়োজনে অত্র কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন, বাবুছড়া কলেজের অধ্যক্ষ সুপ্রিয় চাকমা।

হেলথ ট্রেনিং

\হমধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে দুই দিনব্যাপী সেকেন্ডারি স্কুল টিচার্স অন এডোলসেন্ট হেলথ ট্রেনিং শুরু হয়েছে। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স আয়োজিত ট্রেনিং প্রোগ্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমাতুজ্জ জহুরা, ডা. বিশ্বজিৎ প্রমুখ।

লীলা কীর্তন

\হদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার ফেঁপিড়া শ্রীশ্রী গৌর হরি (১০৮) গোস্বামী আশ্রমস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার হতে ১৬প্রহর (দুই দিনব্যাপী) লীলা কীর্তন শুরু হবে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় আমলকী একাদশী তিথির শুভ লগ্নে শ্রীমদ্ভগবদগীতা পাঠ শেষে মঙ্গলঘট স্থাপন। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ১৬প্রহর শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন পরিবেশিত হবে। লীলা কীর্তন পরিবেশন করবেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শ্রী সুকদেব গোস্বামী, নওগাঁর মান্দার শ্রী প্রেমানন্দ হালদার, বগুড়ার আদমদীঘির শ্রী শ্যামল চন্দ্র পাল ও কাহালুর শ্রীমতি মুক্তিলতা বর্মন প্রমুখ।

অবহিতকরণ কর্মশালা

\হনকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় 'ধর্মীয় প্রতিনিধি/মসজিদ কমিটি এবং স্টেকহোল্ডারদের সমন্বয়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি' বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালের আয়োজনে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি), পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতা উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালের উপপরিচালক মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকার মো. আবু রায়হান তরুণের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোলস্না।

ফ্রি মেডিকেল ক্যাম্প

\হধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিসব উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ফতেপুর বাজারসংলগ্ন আশা অফিসে আশা নওগাঁ জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি) সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশা নওগাঁর (নজিপুর) জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামীম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশার ধামইরহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মমিন হোসেন খন্দকার, ধামইরহাট-১ ব্রাঞ্চের ম্যানেজার আসাদুজ্জামান, ফতেপুর আশার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ রানা প্রমুখ।

ইফতার মাহফিল

\হভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গ্রীণ অরণ্য পার্কে এ ডি এস এর আজীবন দাতাসদস্য ও পার্কের চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজুর রহমান মামুনের নিজস্ব অর্থায়নে প্রায় দুই হাজার লোককে ইফতার করানো হয়। এ সময় মোস্তাফিজুর রহমান মামুনের সাথে সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম খান, সভাপতি শরিফুল ইসলাম, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণেিপশার মানুষ অংশগ্রহণ করেন।

বিদায় সংবর্ধনা

\হআটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীর ইউএনও রাসেদুল হাসানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের যৌথ আয়োজনে সোমবার ইফতারের পূর্বে কনফারেন্স রুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিদায়ী অতিথির প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে আবেগআপস্নুত স্বরে বক্তব্য রাখেন নবাগত ইউএনও শাফিউল মাজনুবিন রহমান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপেস্নক্সের প্রধান ডা. হুমায়ূন কবীর, থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া।

উপশাখার উদ্বোধন

\হশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি শিবগঞ্জ উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ থানা রোডের হোসনে আরা টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপশাখা ইনচার্জ এনামুল হক, ব্যাংক কর্মকর্তা বিউগেল হোসেন, আব্দুল হালিম, ব্যবসায়ী রাজিব আহমেদ, শাহাব উদ্দিন শিবলী, ঠিকাদার শাহরিয়ার তমাল।

পোনা মাছ অবমুক্ত

\হসুজানগর (পাবনা) প্রতিনিধি

উপজেলা প্রশাসনের আয়োজনে, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

ফুলের শুভেচ্ছা

\হফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ বদলের যে চেতনাকে ধারণ করে সংগ্রাম করছেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি ও দিলোয়ারা ইউসুফ এমপি চট্টগ্রামের উন্নয়ন এবং নারী সমাজের ভাগ্য বদল করবে বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত আনোয়ার সাদী। সোমবার নবনির্বাচিত মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি এবং দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দিলোয়ারা ইউসুফকে ফুলের শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা কালে তিনি এসব কথা বলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প

\হমনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাতিরদিয়ায় বেসরকারি সংস্থা আশা এনজিও হাতিরদিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে এ সময় উপস্থিত ছিলেন, আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার গিয়াস উদ্দিন, মনোহরদী অঞ্চলের ম্যানেজার মো. কোদ্দুস মোলস্না, হাতিরদিয়া ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার আব্দুল মালেক মোলস্না।

কার্যক্রম পরিদর্শন

\হইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

\হজামালপুরের ইসলামপুরে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারির জেসমিন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। সোমবার বিকালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেসমিন প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারি ডেবিট ট্যাঙ্গ ও প্রোগ্রাম ম্যানেজার এম ইমাম নাহিল। এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রিসোর্স ডেভেলপমেন্ট রাহুল ম্যাথিউ।

কর্মিসভা অনুষ্ঠিত

\হরাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার শানেরপাড় এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আ ফ ম ফুয়াদ, ফরিদা হাসান পলস্নবী, কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজিরসহ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে