বাঁশখালীতে মালিককে উচ্ছেদ করে দোকানঘর দখল চেষ্টার অভিযোগ
প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজার এলাকায় রঞ্জন চৌধুরীর ভাড়া দোকান দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাণীগ্রাম এলাকার মৃত রবীন্দ্র লাল চৌধুরীর মালিকানাধীন জায়গার ওপর ২০১২ সালে স্থানীয় মনিন্দ্র লাল প্রকাশ মনি দে নামক ব্যবসায়ীকে চায়ের দোকান করার জন্য ভাড়া প্রদান করেন। কয়েক বছর নিয়মিতভাবে ভাড়া প্রদান করলেও পরে তিনি দোকানের ভাড়া প্রদান বন্ধ করে দেন। এরপর ভাড়াটিয়া চুক্তিনামা ভঙ্গ করে দোকানঘরটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বেশ কয়েকবার সালিশি বৈঠকও হয়।
এ বিষয়ে রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, 'জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে লিখিত অভিযোগ পেয়ে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলি। এ বিষয়ে কাগজপত্র নিয়ে তাদের দুই পক্ষকে থানায় যেতে বলি।'