পাটকেলঘাটায় নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রি
প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় ব্যাঙের ছাতার মতো জেঁকে গেছে অবৈধ সার ব্যবসায়ীরা। মুদিখানা ও কীটনাশক দোকানদাররা সারের ডিলার নন। তারপরেও তারা তাদের দোকানে সার বিক্রয় করছেন। তারা যদি সার বিক্রি করেন, তবে ডিলারদের ডিলারশিপ নিয়ে জামানতের টাকা জমা দিয়ে সার বিক্রি করার দরকার কি-এমন প্রশ্ন ডিলারদের।
ধানদিয়া ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার আব্দুস সাত্তার বলেন, 'আমার ইউনিয়নে আমিসহ ৯ জন সাব ডিলার রয়েছেন। আমরা সরকারি আফিসে জামানতের টাকা জমা দিয়ে সার ডিলার নিয়েছি। সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী সার বিক্রি করি। আমাদের ইউনিয়নে কীটনাশক দোকানদার ও মুদিখানা দোকানদারা সার বিক্রি করছে।'
২নং নগরঘাটা ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার হামিজ উদ্দীন গাজী বলেন, 'আমাদের ইউনিয়নেও অবৈধ সার বিক্রেতাদের জন্য আমাদের ব্যবসা ছেড়ে দিতে হচ্ছে। ধানদিয়া দাসপাড়ার মিঠুন দাস, অশোকের মোড়ের লিটন, দফাদার মোড়ের মুজি সরদার, সারসা কালীতলা মোড়ের আরিফুল ইসলাম, মৌলবিবাজারের খায়রুল ইসলাম, পাঁচপাড়ার হাসান খাঁ, নলকুড়া বাজারের দীপংকর কুমার সুর সার বিক্রি করছে। এদের সার জোগান দিচ্ছে কে কার ইসারায় এরা সার বিক্রি করছে আমরা কৃষি অফিসে অনেক প্রতিকার চেয়েছি। কিন্তু কোনো সুরহা হয়নি। আমরা এখন হতাশাগ্রস্ত।'
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'বিষয়টা নিয়ে আমরা অনেকবার বসাবসি করেছি। আমরা যখন তদন্তে যাই তখন দোকানগুলো বন্ধ থাকে। আমরা চলে আসলে আবার খোলে। এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু অবৈধ সার বিক্রি বন্ধ করার চেষ্টা করব।'