বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

আড়াইহাজারে মাদ্রাসার নির্মাণ কাজে বাধা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
আড়াইহাজারে মাদ্রাসার নির্মাণ কাজে বাধা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়পাড়া এলাকায় একটি মাদ্রাসা নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাধা প্রদান করে ব্যক্তিগত সাইনবোর্ড স্থাপন ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এস কে সোলাইমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সম্পত্তির দাতা খোরশেদ আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই স্থানে আগে থেকেই ১০ শতাংশ জায়গার মধ্যে বাইতুল আমেনা জামে মসজিদ নামে একটি মসজিদ বিদ্যমান। এর পাশে 'আল আবরার হাফিজিয়া মাদ্রাসা' প্রতিষ্ঠা করার জন্য আরও ৮ শতাংশ জায়গা ওয়াকফ করা হয়। সম্প্রতি ভুলতার গাউছিয়া এলাকার গোলবক্স ভূঁইয়ার ছেলে গাউছিয়া কর্পোরেশনের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম ভূঁইয়া এলাকাবাসীর অনুরোধে নিজ খরচে ওই মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে অতর্কিতভাবে বাধা দেন রূপগঞ্জ থানার হোরগাঁও গ্রামের এক ব্যক্তি।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে