টঙ্গীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীর স্বনামধন্য শিা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি শুরু হয়।
পরে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে অধ্য মনিরুজ্জামানের সভাপতিতে শিক প্রতিনিধি মোস্তফা কামালের পরিচালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য অধ্য ওমর ফারুক, প্রভাষক আব্দুল মোতালেব, সহকারী প্রধান শিক আবুল কাশেম, সিনিয়র শিক জহির উদ্দিন, ইলিয়াস প্রমুখ।
বক্তারা বলেন, 'বঙ্গবন্ধু মানে কোনো রূপকথার গল্প নয় বঙ্গবন্ধু মানে একটি দেশকে স"ষ্টি করার ইতিহাস, বঙ্গবন্ধু মানেই শোষকের অত্যাচার থেকে নিপীড়িত মানুষকে বাঁচানোর এক সাহসী কণ্ঠস্বর।'
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মিলিত দোয়া মাহফিল করা হয়।