হত্যা, ধর্ষণ ও মাদক মামলার আসামিসহ আট জেলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া রাঙামাটির রাজস্থলীতে ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে ২৯ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার রাজস্থলী বাজার থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে চিনি আনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলো- জেলার বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া এলাকার জয়ন্ত তনচংগ্যা (২৬), অমর বাবু চাকমা ও লক্ষ্ণীজয় তনচংগ্যা (১৬)।
রাজস্থলী থানার অফিসার ওসি ইকবাল হোসেন বলেন, 'গ্রেপ্তার চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।'
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে কিশোরী ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবককে আটক করেছের্ যাব। সোমবার বরগুনা জেলার ফুলঝুড়ি এলাকা থেকে আসামি দুলাল খন্দকারকে গ্রেপ্তার করা হয়। পটুয়াখালীর্ যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে গ্রেপ্তার আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। দুমকি থানার ওসি তারেক আবদুল হান্নান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে কোর্টে সোপর্দ করা হবে।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে হত্যাসহ ১০ মামলার আসামিকে গ্রেপ্তার করছের্ যাব। গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার র?্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিশ্চিত করেন। এর আগে গত সোমবার উপজেলার মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হান্নান লিটন (৩৩) ফেনী সদর থানার ফাজিলপুর গ্রামের আবদুল হাই ওরফে জাহাঙ্গীরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে।
র্
যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন।
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, ১৪ বছরের অধিক সময় পালিয়ে থেকেও রক্ষা হলো না স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলামের। সোমবার রাতে পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করের্ যাব-৮। গ্রেপ্তার নজরুল ইসলাম (৫৩) জেলার সদর থানাধীন চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছের্ যাব। পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, ১২ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ লুৎফর রহমান জুয়েলকে (৩৩) গ্রেপ্তার করেছের্ যাব। সোমবার সন্ধ্যায়র্ যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গার দর্শনা থানার কেদারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
শেখ লুৎফর রহমান জুয়েল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
র্
যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, প্রশাসনের লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন স্থানে অবস্থান করত। তার অনুপস্থিতিতে ১২টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ওপর হামলা করে পালাতে গিয়ে এক আসামির গোপনাঙ্গ কেটে যাওয়ার ঘটনা ঘটেছে। আহত আসামি আহমদ কবির মানিক (৩৬) ওয়ারেন্টভুক্ত ১৭ মামলার পলাতক আসামি। এ ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
সোমবার ভোরে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মধুখালী এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে আহমদ কবির মানিককে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় ১টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি গুলির খোসা, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খোসা, একটি সুইচ গিয়ার ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, 'আসামি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে স্বর্ণের পাত্র (পাতিল) পেয়েছে বলে খাঁটি স্বর্ণ দেখিয়ে বিশ্বাস স্থাপন করে বড় ধরনের প্রতারণা করে আসছিল। বড় অঙ্কের টাকা আত্মসাৎ করার পরিকল্পনায় ভুক্তভোগীদের অস্ত্রের মুখে আটকে রেখে নানা নির্যাতন করে মুক্তিপণ বা টাকা আদায় করে।'
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ অলি আহমেদ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অলি আহমেদ কুমিলস্না জেলার মুরাদনগর থানার আড়ালস্নাকান্দী রামচন্দ্রপুর গ্রামের মান্নাফ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি আহসান উলস্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারোমারী গ্রামের ফজলুল হকের বাড়ির পাশের ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক জসিম মিয়া (২১) ওই এলাকার আব্দুল ছালামের ছেলে।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। আটককে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে চোরাই শ্যালোমেশিন ও পানির মোটরসহ আব্দুল মান্নান ফকির (২০) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে ৬টি চোরাই শ্যালোমেশিন ও একটি পানির মোটর উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার মান্নান ফকির চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া চরপাড়া এলাকার জিলস্নুল ফকিরের ছেলে।
চিতলমারী থানার ওসি ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা হয়েছে।