মাইলস্টোন কলেজে টুয়েলভ রিভারসের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্ট। সাম্যভিত্তিক স্বাস্থ্যসেবার লক্ষে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হয় বিনামূল্যের এই চিকিৎসা ক্যাম্প। গত ১৭ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সেবামূলক চিকিৎসা ক্যাম্পটি চলে বিকাল ৩টা পর্যন্ত। মাইলস্টোন কলেজে কর্মরত সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্ট পরিচালিত বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। মানবতার সেবায় নিয়োজিত টুয়েলভ রিভাসের বিশেষজ্ঞ চিকিৎসরা নারী, শিশুসহ সব বয়সির স্বাস্থ্যগত নানাবিধ সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। এই সময় আগত সেবা প্রত্যাশীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র ছাড়াও প্রদান করা হয় বিশেষ হেলথ কার্ড যার মাধ্যমে টুয়েলভ রিভারস হসপিটাল এবং নির্ধারিত আরও কয়েকটি চিকিৎসালয়ে বিশেষ সুবিধায় চিকিৎসাসেবা গ্রহণ করা যাবে। চিকিৎসাসেবা চলাকালে বিনামূল্যে পরিচালিত হেলথ ক্যাম্প পরিদর্শন করেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্‌ নবী (অব.) এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এই সময় টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাদের স্বাগত জানান মো. রাসেল তালুকদার। সংবাদ বিজ্ঞপ্তি