টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে নানা আয়োজন

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪। রোববার জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকালে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মসজিদে বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের কলকাকলিতে বুটেক্স ক্যাম্পাস হয়ে উঠে আরও রঙিন। অনুষ্ঠানের পুরোটা সময়জুড়েই প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্‌ আলিমুজ্জামান। শিশুদের মাঝেই বঙ্গবন্ধু জাতির ভবিষ্যৎ খুঁজে পেতেন উলেস্নখ করে উপাচার্য বলেন, আমাদের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর দেশপ্রেম এবং দেশের প্রতি দায়িত্ববোধের আদর্শ ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং পুরস্কার সামগ্রী তুলে দেন। বিকালে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন উপাচার্য। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন কমিটির আহ্বায়ক ড. মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। সংবাদ বিজ্ঞপ্তি