সভা অনুষ্ঠিত
ম বরিশাল অফিস
বরিশালে প্রথমবারের মতো জেলার সব ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তাদের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (ইউডিসি) উদ্যোক্তাগণ। সভার শুরুতে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ভিডিও ডকুমেন্টারি ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় উদ্যোক্তাগণ জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বরিশাল জেলাকে সর্বোচ্চ পেনশন স্কিমের আওতায় আনার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।
৩ প্রতিষ্ঠানে জরিমানা
ম ঝিনাইদহ প্রতিনিধি
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় মূল্য তালিকা না থাকা, রঙিন চিপস বিক্রি করা, উৎপাদিত মুড়ির বাজারজাতকরণের সময় মেয়াদ না দেওয়ার অপরাধে শহরের নতুন হাটখোলা, টহ বাজার ও এইচএসএস সড়কের ৩ প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মতবিনিময় সভা
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক শান্তি বিকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার রাঙ্গামাটি পিএস সেন্টারে বেসরকারি সংস্থা সিসিডিবি-সিপিআরপি দাউদপুর নবাবগঞ্জের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল। সংস্থার প্রশিক্ষক জয়মনি সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সিসিডিবি-সিপিআরপি-এর এরিয়া ম্যানেজার হরি সাধন রায়, বেসরকারি সংস্থা বেসিক-এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, সাংবাদিক মেহেদী হাসান, রাঙ্গামাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক প্রমুখ।
ইফতার মাহফিল
ম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
'শিকড়ের টানে ঐক্যবদ্ধ হই'- এই স্স্নোগানকে সামনে রেখে ঢাকায় অবস্থানরত পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর উত্তরার একটি হলরুমে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জিএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ নাসির উদ্দিন খানের পরিচালনায় উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ, মাওলানা এ কে এম মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক এস এম মাওলানা রেজাউল করিম।
শিশু দিবস উদ্যাপন
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিতে শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালের পরিচালনায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক, প্রভাষক আব্দুল মোতালেব, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক জহির উদ্দিন ও ইলিয়াস প্রমুখ।
কোরআন শরীফ বিতরণ
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার নন্দীগ্রাম দক্ষিণপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ময়দানে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল মাহিদুল ইসলাম জয়। জেলা ছাত্রলীগ নেতা নাঈম হাসান, সাব্বির আহমেদ, রুদ্র, শাফিন ও বন্ধন। নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর আহমেদ।
বন্ধু সুলভ আচরণ
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম বলেছেন- বর্তমান সময়ে পুলিশ জনতার দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তাই বলা যেতে পারে জনতার দুয়ারে জতার পুলিশ। পুলিশকে এখন জনগণ বন্ধু সুলভ আচরণ করে ব্যাপক সহযোগিতা করছে। পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষে মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে সোমবার মোকামতলা ইউনিয়ন পরিষদ চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব সবুজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আশিক মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক রাজা চৌধুরী, দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, সমাজসেবক রুহুল আমিন, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।
ইফতার মাহফিল
ম ঝিনাইদহ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০৪তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল মজিদ, কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোদাচ্ছের হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহসভাপতি এম রবিউল ইসলাম রবি, সুলতান আল একরাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম সালেহ, জহুরুল ইসলাম হিরো, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক সোহাগ আলী, সাংস্কৃতিক সম্পাদক রোকনুজ্জামান মিলন, নির্বাহী সদস্য মোস্তফা কামাল, সদস্য কাজী আলী আহমেদ লিকু, জাফর উদ্দিন রাজু, কাজী মোহাম্মদ আলী পিকু উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ম বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আশার উদ্যোগে নানা কর্মসূচির মধ্যেদিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বারহাট্টা আশার স্বাস্থ্য কেন্দ্রে প্রায় দুই শতাশিক রোগীকে এ সেবা প্রদান করা হয়। সেবা প্রদান করেন বারহাট্টা হেলথ সেন্টার ইনচার্জ প্রদীপ দেবনাথ। সময় উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল ইসলাম, বারহাট্টা ১নং শাখার ব্রাঞ্চ ম্যানেজার আবুল কাসেম প্রমুখ।
শিশু দিবস পালন
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রোববার উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পমাল্য অর্পণ করে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ শাখার সম্পাদক মোহসিনুল হক, পৌর শাখার সভাপতি রফিকুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেযারম্যান সানজিদা বেগম লাকী প্রমুখ।
ওষুধ বিতরণ
ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার পিংনা ইউনিয়নে গোপালগঞ্জ হাটখোলা এলাকায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে বিনা মূল্যে দুই শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। পিংনা ইউনিয়ন ব্রাঞ্চের ম্যানেজার শামসুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আশার উপজেলা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মজিবুর রহমান, পিংনা ইউনিয়ন ব্রাঞ্চের সহকারী ম্যানেজার আসাদুজ্জামান, ইউনিয়ন হেলথ সেন্টারের ইনচার্জ এবিএম রবিউল ইসলাম, স্বাস্থ্য সহকারী নুপুর বেগম, তাসলিমা খাতুন, ডলি আক্তার, পাপিয়া আক্তার প্রমুখ।
চিকিৎসা সেবা
ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
\হফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবর্ার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আশা এনজিও এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাথদি গ্রামে অবস্থিত আশা সমিতির শাখা অফিস চত্বরে জেলার কানাইপুর অঞ্চলিক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য প্রবির কুমার ভৌমিক, বেলেশ্বর বাজার বিণিক সমিতির সভাপতি ডা. তপন কুমার ভৌমিক,আশার স্বাস্থ্য বিষায়ক কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেনসহ প্রমুখ।
দোকানে আগুন
ম বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রেনীখালী এলাকায় মুন্সিরহাট নামক একটি বাজারে রোববার গভীর রাতে বৈদু্যতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আসতে আসতে বাজারের ৩টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের মো. নাসির খানের হার্ডওয়ারের দোকান, মিন্টু খানের সাইকেল গ্যারেজ ও কাজল খানের চায়ের দোকান। ওই ব্যবসায়ীদের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়ীরা জানান। ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, 'খবর পেয়ে আমাদের একটি ইউনিট রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩টি দোকান পুড়ে যায়।
ধান চুরি
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে ডাকবাংলা বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ডাকবাংলার জোয়ার্দ্দার রাইস মিলের স্বত্বাধিকারী শামীম হোসেন জানান, তার রাইস মিলের চাল উৎপাদনের জন্য ওই গোডাউনে ধান রাখা হয়। গভীর রাতে চোরচক্র গোডাউনের সামনে ট্রাক ঠেকিয়ে তালা ভেঙে প্রায় ৪০০ মন ধান চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
প্রশিক্ষণ কর্মশালা
ম মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ), বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণের বাস্তবায়ন করছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিম নূর রাত্রী।
লীলা কীর্তন
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর (মধুগঞ্জেশ্বরী) সার্বজনীন হরিবাসর অঙ্গনে গ্রামবাসীর আয়োজনে ৩০তম শ্রী শ্রী রাধা গোবিন্দ ২৪ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি হিরেন চন্দ্র অধিকারী, সম্পাদক শ্রী প্রদীব সাহা, কোষাধ্যক্ষ নয়ন চন্দ্র মোহন্ত। অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করেন শ্রী অন্তর কুমার মহন্ত আদমদিঘী বগুড়া, শ্রীমতি ভ্রান্তি রানী নন্দীগ্রাম বগুড়া, শ্রী দিপক কুমার পাল গাড়াদহ সিরাজগঞ্জ, শ্রীমতি সুবর্ণা রানী নন্দীগ্রাম বগুড়া।
ফ্রি মেডিকেল ক্যাম্প
ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা 'আশা'-এর আয়োজনে সোমবার উপজেলার চাপানীহাট আশার স্বাস্থ্য সেবা কেন্দ্রে আশা জলঢাকা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ফিরোজ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান। এ সময় আশা চাপানীহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার হাফিজুর রহমান, স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডা. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
বিনামূল্যে জন্ম নিবন্ধন
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে কোমলমতি ক্ষুদে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ভিন্নধর্মী আয়োজনে উদযাপন হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। রোববার উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শালিয়াগাড়ি বাজারের মাদ্রাসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণের আয়োজন করা হয়। এতে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ তুলে দেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন। ইউপি সচিব রোজিন পলাশ বলেন, নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ভোগ করতে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার।
কোরআন শিক্ষা
ম পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে উপকূলীয় উপজেলা বরগুনা পাথরঘাটায় মাসব্যাপী শুরু হয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম। প্রথম রোজার দিন ফজরের নামাজের পর এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমেরিকানভিত্তিক 'সাদাকাহ' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহায়তায় ৬০ জন শিক্ষার্থী নিয়ে এ কার্যক্রম শুর হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবরেজিস্ট্রি জামে মসজিদের ইমাম মাওলানা আ. জলিল খান, পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, এতিমখানার পরিচালক জাকির মুন্সী প্রতিষ্ঠাতা হাফেজ আবু সালেহ।