রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের সচেতনামূলক প্রচারণা

কুড়িগ্রাম প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের সচেতনামূলক প্রচারণা

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সোমবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করেছে।

এ সময় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম। ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ দবীর উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম ওহিদুন্নবী, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা ট্রাফিক ইনচার্জ একেএম বানিউল আনাম।

অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সার্জেন্ট সুজন রেজা। সমাবেশে কলেজ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা 'সাবধানে চালাব গাড়ী, নিরাপদে ফিরব বাড়ি' এ প্রতিপাদ্যে মোটর সাইকেল আরহীদের হেলমেড পরিধান, মোটর সাইকেলে তিনজন আরহণ না করাসহ ট্রাফিক আইন মেনে চলতে সবাইকে উৎসাহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে