কাজিপুরে চরগিরিশে সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষের আশংকা

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুরের চরগিরিশে ডগলাশ মৌজার সীমানা নিয়ে বিরোধে পক্ষ দ্বয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের আশংকা রয়েছে। সম্প্রতি কাজিপুর থানায় দেয়া ভেটুয়াজগন্নাথপুর গ্রামের মরহুম মিলটন তালুকদারের পুত্র ইউপি সদস্য জাকির হোসেন তালুকদারের অভিযোগসূত্রে সরেজমিনে রোববার ঘটনা স্থলে গিয়ে জানা যায়,জাকির তালুকদারের চরডগলাশ মৌজার ১৩ নং খতিয়ানের আর এস ৫২৬,৫১৮ দাগে ২.১৬ শতাংশ জমি প্রতিপক্ষ দক্ষিন ছালাল চরের সোহেল চাকলাদার গং রা অনাধিকার প্রবেশ পূর্বক দখলের পায়তারা করছে। এ বিষয়ে ভেটুয়াজগন্নাথপুর গ্রামের প্রবীন মুরুব্বি মোকতাল হোসেন মাস্টার,অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দর রাজ্জাক ঘটনার বর্ননা দিয়ে জানান, ঐ এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মহির উদ্দিন ও মরহুম লেবু সরকারের জীবদ্বশায় প্রায় ২০ বছর আগে দুই মৌজার মুরুব্বিদের সমন্বয়ে উলেস্নখিত জমির পূর্বাংশে পাশঘেষে উত্তর- দক্ষিন লম্বা করে একটি মাটির রাস্তা নির্মাণ করেন। পরবত্তিত্বে রাস্তাটি পাকাকরণ করা হয়। প্রতিপক্ষ সোহেলের দাবী মুরুব্বিগণ অনুমানের উপর সীমানা করেছেন। অভিযোগকারীর পক্ষের মুরুব্বিগণ মাপে সন্দেহ থাকলে সরকারী আমিন দিয়ে পূনরায় মাপজোক করার দাবী করেছেন। স্থানীয় সংসদ সদস্য একই মতামত করলেও প্রতিপক্ষগণ স্থানীয় আমিন দিয়ে মাপার পক্ষপাতি হওয়ায় উভয়ের মধ্যেসীমানা নিয়ে জটিলতা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে পক্ষদ্বয়ের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা বাড়ছে।