রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

তিতাসে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র বেড়েছে ১৩টি

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
তিতাসে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র বেড়েছে ১৩টি

কুমিলস্নার তিতাসে আগামী উপজেলা নির্বাচনের খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে নির্বাচন অফিস। সোমবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ১৩টি কেন্দ্র নতুন সংযোজন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিতাসে ৯টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৫১টি। এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪টি। ভোটার সংখ্যা, যোগাযোগ ব্যবস্থা ও চাহিদার উপর ভিত্তি করে নতুন করে ১৩টি কেন্দ্র বাড়ানো হয়েছে। ৬৪টি কেন্দ্রের মধ্যে জগতপুর ইউনিয়নে ৭টি, সাতানী ইউনিয়নে ৫টি, কড়িকান্দি ইউনিয়নে ৮টি, জিয়ারকান্দি ইউনিয়নে ৭টি, বলরামপুর ইউনিয়নে ৯টি, ভিটিকান্দি ইউনিয়নে ৮টি, নারান্দিয়া ইউনিয়নে ৯টি ও মজিদপুর ইউনিয়নে ১১টি ভোট কেন্দ্র রয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মোমিনুন জাহান জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নতুন ভোট কেন্দ্রে তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার উপর কারো কোনো আপত্তি থাকলে তা আগামী ২১ মার্চের মধ্যে আবেদন করতে হবে যা ২৪ মার্চ নিষ্পত্তি করা হবে। আগামী ২৫ মার্চ চূড়ান্ত ভোট কেন্দ্র প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে