ব্রাহ্মণবাড়িয়ায় কারাবন্দীর মধ্যে পূর্তমন্ত্রীর খাবার পরিবেশন
প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা কারাগারে থাকা এক হাজার একশ' হাজতি ও কয়েদির মধ্যে স্থানীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পাঠানো খাবার পরিবেশেন করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় ইফতারের আগে মন্ত্রীর পক্ষ থেকে এসব উন্নত মানের খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল সাদা ভাত, মুরগীর মাংস, গরুর মাংস, ছোলা বুট, পিয়াজু, খেজুর, কলা, জিলাপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম, মন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফসহ জেলা কারাগারের কর্মকর্তারা।
এ ব্যাপারে জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় এক হাজার একশ' নারী-পুরুষ হাজতি ও কয়েদি আছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কারাগারের সব বন্দীর জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা তা হাজতি ও কয়েদিদের মধ্যে সরবরাহ করেছি।